Barak UpdatesHappeningsBreaking News
প্রদীপ দত্তরায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুরCourt grants interim bail to Pradip Dutta Roy
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : অন্তর্বর্তী জামিন পেলেন প্রদীপ দত্তরায়৷ দুই জামিনদারের দায়িত্বগ্রহণের শর্তে তাঁকে আপাতত বাড়ি যাওয়ার অনুমতি দেন জেলা ও দায়রা বিচারক৷ দুই আইনজীবী সৌমেন চৌধুরী ও ভিক্টর দাস জামিন নিতে সম্মত হলেও এ সংক্রান্ত লেখালেখি সেরে নিতে আদালতের সময় ফুরিয়ে যায়৷ তাই বুধবারের রাতটাও দত্তরায়কে হাসপাতালেই থাকতে হবে বলে তাঁর আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন৷
শিলচরের এক পেট্রল পাম্প চত্বরে অসমিয়া ভাষায় লেখা হোর্ডিং সরিয়ে নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলে হিন্দু যুব পরিষদ দত্তরায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ ২৭ নভেম্বর পুলিশ তাঁকে ডেকে গ্রেফতার করে জেলে পুরে দেয়৷ সেদিন তাঁরা নিজে থেকেও তাঁর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে৷ তাতে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং এক সাংবাদিককে প্রাণে মারার অভিযোগ আনা হয়৷ সাংবাদিকরা অবশ্য একে ভুয়ো বলে আগেই জানিয়ে দিয়েছে৷ দ্বিতীয় মামলায় ১০ ডিসেম্বর এবং রাষ্ট্রদ্রোহের মামলায় ১৫ ডিসেম্বর কেস ডায়েরি তলব করা হয়েছে৷ জেলা বিচারক জানিয়েছেন, মূল জামিনের আবেদন তখনই বিচার করা হবে৷
২৭ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতারের পর দত্তরায় এক সপ্তাহ শিলচর সেন্ট্রাল জেলে বন্দি থাকেন৷ পরে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ কিন্তু সেখানে গত দুইদিনে আটজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন৷ দত্তরায় বছর দেড়েক আগে লিভার ট্রান্সপ্লান্ট করায় কঠোর নিয়ম মেনে চলতে হয়৷ তাঁর আইনজীবীরা বুধবার শিলচর জেলা বিচারকের কাছে তাঁর জামিনের আবেদন জানিয়ে বলেন, এই অবস্থায় দত্তরায়ও সংক্রমিত হলে বাঁচানো মুশকিল হতে পারে৷ ওই যুক্তিতেই জেলা বিচারক তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন৷