India & World UpdatesHappenings

গোলাবারুদ প্রয়োজনে ভারতেও তৈরি হতে পারে, বললেন বিপিন রাওয়াত
Country needs to be self sufficient at times of crisis: Bipin Rawat

২৭ এপ্রিল: করোনা সঙ্কটের সময়ে বিজ্ঞানীরা যে ভাবে দ্রুত দেশেই চিকিৎসা সরঞ্জাম তৈরির ব্যবস্থা করলেন তা থেকে বাহিনীর অনেক কিছু শেখার আছে৷ মন্তব্য করলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। সোমবার তিনি বলেন, ‘‘এই সঙ্কট থেকে অনেক শিক্ষা নিয়েছি আমরা। বিজ্ঞানী ও স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলি চার থেকে ছ’সপ্তাহের মধ্যে দেশেই ভেন্টিলেটর উৎপাদনের ব্যবস্থা করেছেন। ওই উপকরণ আগে আমরা আমদানি করছিলাম।’’ তাঁর কথায়, ‘‘গোলাবারুদ আমরা আমদানি করছি। যদি বিজ্ঞানীদের সুযোগ দেওয়া হয় তাহলে গোলাবারুদও দেশেই তৈরি হতে পারে। সঙ্কটের সময়ে সব দেশকেই আত্মনির্ভরশীল হতে হবে।’’ রাওয়তের মতে, ভারত যদি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে চায় তাহলে অন্য দেশের পাশেও দাঁড়াতে হবে।

সঙ্কট মোকাবিলার ক্ষেত্রে ধৈর্য ও শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছেন রাওয়ত। তাঁর বক্তব্য, ‘‘লকডাউনে গৃহবন্দি খেকে মানুষ অধৈর্য হচ্ছেন। কিন্তু ধৈর্য হারালে চলবে না। ধৈর্য আর শৃঙ্খলার ফলেই আমরা বাহিনীতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তবে বাহিনী শৃঙ্খলা মেনে চলতেই অভ্যস্ত।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker