Barak UpdatesBreaking News
৬৪টি টেবিলে করিমগঞ্জ কলেজে হবে ভোটগণনা : ডিসিCounting of votes in 64 tables in Karimganj: DC
১৮ মে : লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি পর্ব সম্পন্ন। সারা দেশের সঙ্গে আগামী ২৩ মে করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনাও সকাল ৮টা থেকে শুরু হবে। করিমগঞ্জ কলেজে থাকা গণনা কেন্দ্রে এ দিন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সামরিক বাহিনী। শুক্রবার এই আসনের ভোট গণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রিটার্নিং অফিসার তথা করিমগঞ্জের জেলাশাসক এম এস মনিভন্নন।
জেলাশাসক জানিয়েছেন, করিমগঞ্জের পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোট পাঁচটি হলে মোট ৬৪টি টেবিলে গণনা করা হবে। এরমধ্যে রাতাবাড়ি ও পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট ১ ও ২ নম্বর হলে গণনা করা হবে। প্রতিটি হলে ১২টি করে টেবিল থাকবে। ৩ ও ৪ নম্বর হলে হবে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। এই দুটি হলে থাকবে ১৪টি করে টেবিল। বদরপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ৫ নম্বর হলে মোট ১২টি টেবিলে চলবে। জেলাশাসক জানান, করিমগঞ্জ জেলার ভোট গণনার জন্য ৫০০ সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। ২৩ মে সকাল সাতটায় স্ট্রং রুম খোলা হবে। প্রথমে হবে পোস্টাল ব্যালট গণনা। এর আধঘন্টা পর ইভিএমের ভোট গণনা শুরু হবে।
তিনি আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রত্যেক প্রার্থী প্রতিটি টেবিলে একজন করে কাউন্টিং এজেন্ট নিয়োগ করতে পারবেন। গণনা কেন্দ্রের ভেতরে কেউ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। শুধু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মিডিয়া সেন্টার পর্যন্ত মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন। জেলাশাসক জানান, গণনা প্রক্রিয়ার শুরুতে প্রতিটি টেবিল থেকে ভিভিপ্যাট সংগ্রহ করা হবে। এগুলো পর্যায়ক্রমে গণনার পর ইভিএম অন করে চূড়ান্ত হিসেব মেলানো হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের সকাল সাতটার মধ্যে স্ট্রং রুমে গিয়ে রিপোর্ট করতে হবে। ভোট গণনার দিন করিমগঞ্জ কলেজের ১০০ মিটারের মধ্যে সাধারণ জনগণ ও যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।