Barak UpdatesBreaking News
গণনা শুরু, উত্তর কাছাড়ে ভাগ্য নির্ণয় ১২৯ প্রার্থীরCounting of votes for 129 candidates started at North Cachar
২২ জানুয়ারি : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভোটগণনা মঙ্গলবার সকাল ৮টা থেকে হাফলঙ ডনবস্কো স্কুলের অস্থায়ী স্ট্রংরুমে শুরু হয়েছে। গত শনিবার ডিমা হাসাও জেলায় স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটদানের হার ছিল ৮৯.৬ শতাংশ। এই নির্বাচনে ২৮টি আসনের জন্য ১২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ডিমা হাসাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ২৮টি আসনের ভোটগণনা মোট তিনটি হলে করা হচ্ছে। প্রতিটি হলে রয়েছে ১০টি করে টেবিল। প্রথম দুটি হলে ১০টি করে আসনের গণনা হচ্ছে, তৃতীয় হলে বাকি ৮টি আসনের গণনা চলছে। দুপুর ১টার মধ্যে প্রথম ফলটি জানা যাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া রাতের মধ্যে সবগুলো আসনের ফলাফল প্রকাশ হয়ে যাবার কথা রয়েছে। এদিকে, গণনা পর্ব সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।