Barak UpdatesHappeningsBreaking News

কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করেই পজিটিভ ল্যাবরেটরি টেকনিশিয়ান
Lab Technician on duty in COVID Screening Ward of SMCH tests positive

৩০ জুলাইঃ শিলচর মেডিক্যাল কলেজের কোভিড স্ক্রিনিং সেন্টারে ডিউটি করছিলেন ল্যাবরেটরি টেকনিশিয়ান দিব্যেন্দু রায়। বুধবার থেকে তাঁর দ্বিতীয় পর্যায়ে করোনা ডিউটি শুরু হয়। গতমাসেও ১ থেকে ৭ তারিখ পর্যন্ত কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করেন, পরীক্ষা করেন। পরে ৭দিন ছিলেন হোটেল কোয়রান্টিনে, ৩দিন হোম কোয়রান্টিনে। পরে ল্যাবরেটরিতে সাধারণ ডিউটিই করছিলেন দিব্যেন্দুবাবু। বুধবার থেকে ফের করোনা ডিউটি, কোভিড স্ক্রিনিং সেন্টারে। বৃহস্পতিবারও যথারীতি সকাল ৮টায় গিয়ে কাজ শুরু করেন। বেলা আড়াইটা নাগাদ তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন। খুব ঠাণ্ডা লাগছিল৷ সঙ্গে মাথাব্যথা। কর্তব্যরত চিকিতসকরা তাঁর রেপিড অ্যান্টিজেন টেস্ট করেন। ধরা পড়ে পজিটিভ। কোভিড স্ক্রিনিং সেন্টার থেকে এখন তাঁর ঠাঁই হয়েছে কোভিড ব্লকে।

Rananuj

শিলচর আতারবস্তির দিব্যেন্দুবাবু হসপিটাল ম্যানেজমেন্ট সোসাইটির অধীনে ক্যাজুয়াল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ধরনের ৩০জন টেকনিশিয়ান রয়েছেন ক্যাজুয়াল। কেউ পান ৬ হাজার টাকা মাসে, কেউ ৭ হাজার টাকা। তাঁরাও মানুষের কথা ভেবে, সরকারের পাশে দাঁড়িয়ে কোভিড ডিউটি করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker