Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ ট্রেজারিতে বিলে হাত লাগাবেন না দু’দিন
Corona: Treasury employees in Karimganj won’t touch bills for 2 days

১৫ জুলাই: রাজ্যের দুটি ট্রেজারিতে মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই প্রেক্ষিতে করিমগঞ্জ জেলার দুটি ট্রেজারিতেই চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ যে কোনও বিলের হার্ডকপি ট্রেজারিতে জমা করার সময় সতর্ক থাকার জন্য অধঃস্তনদের নির্দেশ দিতে বিভিন্ন বিভাগের ডিডিওদের অনুরোধ করা হয়েছে৷ ট্রেজারি অফিসার বিশ্বজিৎ পাল বিল জমা দেওয়ার সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলে দিয়েছেন৷ তিনি জানান, করিমগঞ্জ ও পাথারকান্দি ট্রেজারিতে বিল জমা করার পর দুইদিন ওই বিলে কেউ স্পর্শ করবেন না৷দুদিন পরে তা খতিয়ে দেখা হবে৷ তিনি করোনা রোধেসতর্কতামূলক ব্যবস্থায় জেলার ডিডিওদের প্রতি সহযোগিতার আহ্বান জানান৷ প্রসঙ্গত, কামরূপ ট্রেজারিতে ৪ জন ও বরপেটা ট্রেজারিতে ১২ জন.কোভিডে আক্রান্ত হয়েছেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker