India & World UpdatesHappeningsCultureBreaking News
তবলা পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াতCorona snatches away tabla maestro Pt Subhankar Banerjee
ওয়েটুবরাক, ২৫ আগস্টঃ পশ্চিমবঙ্গের বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতােল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। গত ২০ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনার জেরে তাঁর ফুসফুসের ক্ষতি হয়ে গিয়েছিল। নিয়েছিলেন করোনাভাইরাসের দু’টি টিকাই। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই প্রখ্যাত শিল্পীকে।
বহু বছর ধরে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পীর সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন শুভঙ্কর। তা ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার গ্রহণ করেছেন। দেশে-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। শিল্পীর প্রয়াণে তাঁরা সবাই শোকস্তব্ধ।