India & World UpdatesAnalyticsBreaking News
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেবে কেন্দ্র
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি : মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর। তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদানের কথা মঙ্গলবার ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মৃত্যুর ৩৫ বছর পর তাঁকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ১৭ই ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন দেশের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর।
দুদফায় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস বিরোধী এই নেতা। প্রথমে ১৯৭০ থেকে ১৯৭১ এবং দ্বিতীয়বার ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত বিহারে কংগ্রেস বিরোধী জোটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সেই সময়ই বিহারে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন ঠাকুর। এদিকে আজই জন্মদিন বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর। ১৯২৪ সালের ২৪শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অন্যতম রাজনৈতিক পথপ্রদর্শক ছিলেন কর্পুরী ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সামাজিক ন্যায়ের ক্ষেত্রে আলোর দিশারী জননায়ক ঠাকুরকে তাঁর জন্মশতবর্ষে এই শ্রদ্ধা জানাতে পেরে সরকার আনন্দিত। পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মুখে এমন একজনকে ভারতরত্ন প্রদান করে সরকার পিছিয়ে পড়া গোষ্ঠীর বিশ্বাস অর্জন করতে চাইছে।