India & World UpdatesHappeningsBreaking News
Corona scare in Rashtrapati Bhavan, 115 families isolatedরাষ্ট্রপতি ভবনেও করোনার সংক্রমণ !
২১ এপ্রিলঃ করোনা ভাইরাস রাষ্ট্রপতি ভবনেও সংক্রমণ ছড়াল। আক্রান্ত হয়েছেন এক সাফাইকর্মীর পুত্রবধূ। পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি রাষ্ট্রপতি ভবন চত্বরেই থা্কেন। মহিলার করোনা পজিটিভ ধরা পড়ার পরই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১১৫টি বাড়ির সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই সাফাইকর্মীর পুত্রবধূর মা কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য। অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পরই সাফাইকর্মীর পরিবারের সব সদস্যকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এলেও সাফাইকর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ এসেছে।
April 21: In a significant development, a family member of an employee of the President’s Secretariat had been in contact with a deceased COVID-19 positive patient, following which the authorities asked 125 people, who had come in contact with the patient, to be under home quarantine. Spread over 330 acres from the famous Raisina Hill till South Avenue, the Rashtrapati Bhawan houses nearly 1,000 families who are engaged in various duties which include maintenance of the majestic palace with 340 rooms, a central lawn, Ashok Hall and Durbar Hall.
The detection of the COVID-19 case from the premises of the President’s Estate prompted Rashtrapati Bhawan to issue a statement in which it was clarified that “no employee of the President’s secretariat has tested positive for COVID-19 and the secretariat along with the local administration is taking all the preventive measures required under the government guidelines.”
Adhering to the instructions and guidelines under the Disaster Management Act, 115 houses in Pocket 1, schedule A area of the President’s Estate were identified for movement restriction and residents have been advised to remain indoors, the Rashtrapati Bhavan said.