NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

করোনা: মিজোরামে আইএলপি দেওয়া বন্ধ, মুশকিলে অনেকে
Corona: Mizoram stopped issuing ILP

১৪ মার্চ: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে দেখে শনিবার থেকে মিজোরাম সরকার ইনার লাইন পারমিট ইস্যু বন্ধ করে দেয়৷ এর দরুন মিজোরামের স্থায়ী বাসিন্দা ছাড়া আর কারও পক্ষে সে রাজ্যে ঢোকা সম্ভব হচ্ছে না৷ এর দরুন বিপাকে পড়েছেন বহু মানুষ৷ আচমকা পারমিট দেওয়া বন্ধ করে দেওয়ায় বিভিন্ন রাজ্য থেকে শিলচরে চলে আসা জনগণ অসহায়ত্ব বোধ করেন৷ তাদের মধ্যে মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভ, বিভিন্ন সামগ্রীর অর্ডার সাপ্লায়ার, ঠিকাদাররাও রয়েছেন৷

Rananuj

সবচেয়ে বেশি সমস্যায় লরিচালকরা৷ দূরদূরান্ত থেকে সামগ্রী নিয়ে কাছাড় জেলার গেটে দাঁড়িয়ে রয়েছেন৷ কবে নাগাদ মালপত্র পৌঁছে দিয়ে ফিরতে পারবেন, বড় প্রশ্ন তাদের কাছে৷ সঙ্কটে বরাক উপত্যকার বহু ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর৷ তাঁরা জীবিকার জন্য পুরো মিজোরামের ওপর নির্ভরশীল৷ ইনার লাইন পারমিট নিয়ে বরাক থেকে নিয়মিত চলে যেতেন পার্শ্ববর্তী রাজ্যে৷ এখন তাঁরাও উদ্বেগে, কবে নিষেধাজ্ঞা উঠবে, কবে জীবনযাত্রা আগের মত হবে৷ কারও কাছে যে এর উত্তর নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker