Barak UpdatesHappeningsBreaking News
করোনা : টুইট দেখেই বদরপুরে রেলযাত্রীকে বের করতে তৎপর পুলিশ-প্রশাসনCorona: Co-passenger tweets to Railway Ministry, police takes 2 person to SMCH from Badarpur
১৮ মার্চ : বেঙ্গালুরু থেকে আসা দুই যুবককে নিয়ে বুধবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বদরপুর রেল স্টেশনে। এই ঘটনার পেছনে অবশ্যই করোনা সংক্রমণের সন্দেহ। শেষমেশ এদের ধরে নিয়ে শিলচর মেডিক্যাল কলেজের আইসোলেশনে রাখা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ছুটে আসে পুলিশ। এমনকি প্রশাসনের কর্তারাও যান সেখানে।
এই ঘটনার সূত্রপাত এক রেলযাত্রীর টুইট থেকে। ১৫৬২৫ দেওঘর আগরতলা যাত্রীবাহী ট্রেনে ভ্রমণকারী এক যাত্রী ভারতীয় রেলের টুইটার অ্যাকাউন্টে টুইট করেন জানান, তার সহযাত্রী প্রচণ্ড জ্বরে ভুগছেন। সঙ্গে রয়েছে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা। রেলকর্তারা টুইটার অ্যাকাউন্টের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানাের জন্য সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব রেলওয়েকে নির্দেশ দেন। সেখান থেকে খবর আসে বদরপুর স্টেশনে। এ ব্যাপারে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বদরপুর স্টেশনকেও জানানো হয়।
এরপরই পুলিশ এবং চিকিৎসকদের দল ওই দুই যাত্রীকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে। বদরপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই যুবকের বাড়ি হাইলাকান্দি জেলার লালা থানার দুর্গাপুর গ্রামে। প্রাথমিক স্ক্রিনিংয়ের পর দু’জনকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাদের দেহে করোনা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি৷ পরীক্ষা করে তাদের ছেড়ে দেওয়া হয়৷