Barak UpdatesHappeningsCultureBreaking News

করোনা সচেতনতা: অঙ্কন লিখন কর্মসূচি উধারবন্দে
Corona awareness: Graffiti on the streets of Udharbond

২৬ এপ্রিল: লকডাউনের সময় ও পরবর্তীতে জনগণের কী করণীয়, সে সম্পর্কে অঙ্কন লিখন কর্মসূচি হাতে নিয়েছে উধারবন্দ নেতাজি ফোরাম। রবিবার উধারবন্দ থানার পাশে করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে রাস্তার উপর অঙ্কনের ব্যবস্থা করা হয়। “ঘরে থাকুন, সুস্থ থাকুন”, “সামাজিক দূরত্ব বজায় রাখুন”, – – এসব নানা বার্তা অঙ্কন ও লিখনের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।

এ সম্পর্কে সভাপতি বিক্রমজিত পাল ও সম্পাদক বিক্রম দাস সাংবাদিকদের জানান, উধারবন্দের স্থানীয় শিল্পী রাজীব দেব, অয়ন অধিকারী, সুরজ আচার্য, ফাল্গুনি দেব, মোহনা ঘোষ, রাহুল দাস ও নেতাজি ফোরামের যৌথ উদ্যোগে জনগণের তরফ থেকে সাড়া মিলেছে। তবে বৃষ্টির দরুন শিল্পীদের অঙ্কন করতে কিছুটা সমস্যা হয়েছিল।

তাদের এই বিশেষ উদ্যোগে সহযোগিতা করেছেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অমিত সিং ও উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর। নেতাজি ফোরামের ভূয়সী প্রশংসা করে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, মানুষের মধ্যে সচেতনতা আনতে কচিকাঁচারা সড়কের উপর করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য যে ছবিগুলো তুলে ধরেছে তা প্রশংসনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker