NE UpdatesBarak UpdatesBreaking News
করোনা: রেলকর্মীদের ভাইরাসমুক্ত রাখতে আর্জিCorona: Appeal made to keep railway staff safe from virus
১৭ মার্চ: শিলচর শহর সহ গোটা জেলাকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য শিলচর রেলস্টেশনে যাত্রীদের স্ক্রিনিং শুরু হয়েছে৷ কিন্তু খোদ স্টেশন চত্বর কতটা জীবাণুমুক্ত বা রেলকর্মীরা কতটা সুরক্ষিত! এই প্রশ্ন সামনে রেখেই এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন বদরপুর রেলওয়ে চিফ মেডিক্যাল অফিসারের কাছে মঙ্গরবার এক স্মারকপত্র পাঠিয়েছে৷
ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, রেলের কমার্শিয়াল, অপারেটিং, সিঅ্যান্ডডব্লু, টিএল এবং ইঞ্জিনিয়ারিং শাখার কর্মচারীরা সরাসরি যাত্রীদের সঙ্গে সম্পর্কীত৷ তাই তারা যাতে কোনওভাবে সংক্রামিত না হন, সে ব্যাপারে কর্তৃপক্ষকে নজর দিতে আর্জি জানান তাঁরা৷ তাঁদের দাবি, সকল রেলকর্মীর জন্য মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লাভস দিতে হবে৷ শিলচর-বদরপুর ও কাটাখাল-ভৈরবী সেকশনের প্রতিটি অফিস বিল্ডিঙে বড় আকারের সেনিটাইজার রাখা হোক৷ তৃতীয়ত, সবকটি অফিসবিল্ডিঙের শৌচাগারে হ্যান্ড ওয়াশ রাখতে হবে৷
শিলচর রেলস্টেশনে আসা ও যাওয়া উভয় পর্যায়ের যাত্রীদের কড়া স্ক্রিনিং করার জন্যও আর্জি রাখেন তাঁরা৷ এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আরও দাবি, স্টেশন বিল্ডিঙ, রেস্ট রুম, ইঞ্জিনিয়ারিং স্টাফদের গুমটি, গেট, লজ প্রতিদিন সাফসুতরো করতে হবে৷ চিফ মেডিক্যাল অফিসারকে রেলকর্মীদের জন্য সচেতনতা অভিযান চালানোরও অনুরোধ করা হয়েছে৷