Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে গ্রামোন্নয়নের ঠিকা কর্মচারীরা আন্দোলনেContractual staff of Hailakandi Village Development sat on dharna
১১ অক্টোবর : তিন দফা দাবিতে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদের কর্মবিরতি আন্দোলন হাইলাকান্দির পাঁচটি ব্লকে অব্যাহত রয়েছে। চাকরি নিয়মিত করা, চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত স্থায়ী কর্মচারীদের সমহারে বেতন দেওয়া এবং সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের দাবিতে গত ১ অক্টোবর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিকাভিত্তিক কর্মচারীরা।
ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি পিনাক চন্দ্র, মেহবুব আল, ইকবাল হুসেন, প্রিয়া দত্ত, জহিরুল আলম বড়ভুইযা, বিলাল উদ্দিন চৌধুরী, শরিফ উদ্দি্ ইন্তাজুর রহমান, খাদিজা বেগম সহ হাইলাকান্দি জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েতের এই, জিআরএস, জিপিসি, সিএ, এমআইএস সহ অন্যান্য কর্মীরা এই আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদ জানান। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মচারীদের আন্দোলনের ফলে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগ আগামী ১৪ অক্টোবর এক আলোচনায় মিলিত হওয়ার আশ্বাস দিয়েছে।