India & World UpdatesBreaking News
তিন রাজ্যে সরকার গড়ছে কংগ্রেস, তেলেঙ্গানায় টিআরএস, মিজোরামে এমএনএফ
Congress to form govt in 3 states, TRS in Telangana & MNF in Mizoram

১১ ডিসেম্বরঃ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসের সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তিন রাজ্যের কংগ্রেস অফিসগুলিতে মানুষের ভিড় বাড়ছে। দিল্লি এআইসিসি দফতরেও খুশির জোয়ার। তিন রাজ্যেই বিজেপি ক্ষমতায় ছিল। তবে পরিবর্তন ছুঁতে পারেনি কে চন্দ্রশেখর রাওকে। তেলেঙ্গানায় তাঁর দল কাউকে ধারেকাছে আসতে দেয়নি। ফলে টিআরএস যে সরকারে ফিরতে চলেছে, তা গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায়। এ বারের নির্বাচনে মিজোরামই একমাত্র রাজ্য, যেখানে কংগ্রেস ক্ষমতাচ্যুত হল। সেখানে এমএনএফ নেতৃত্বাধীন নেডা সরকার গঠন হতে চলেছে। বিজেপি-ও তাদের শরিক।
English text here