Barak UpdatesHappenings
সামাজিক অবক্ষয় রোধে অমৃত পরিবারের প্রয়োজনীয়তা রয়েছে : পদ্মশ্রী নিবেদিতা
গান্ধীভবনে "বর্তমান সময়ের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের কর্মভাবনা" শীর্ষক আলোচনাচক্র রবিবার
ওয়ে টু বরাক, ৯ মার্চ : শিলচর গান্ধীভবন প্রেক্ষাগৃহে রবিবার সন্ধ্যা ৬টায় “বর্তমান সময়ের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের কর্মভাবনা” শীর্ষক আলোচনাচক্রে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সর্বভারতীয় সহ-সভানেত্রী পদ্মশ্রী নিবেদিতা ভিদে। শনিবার শিলচরে একথা জানান বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শিলচর শাখার সঞ্চালক রসরাজ দাস। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আপামর জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন তিনি।
এদিকে শুক্রবার সন্ধ্যায় শিলচরে পদার্পণ করেই লিংক রোডের হোটেল গ্র্যান্ড প্যালেসে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা স্বশক্তিকরণ ও অমৃত পরিবারের ওপর আয়োজিত আলোচনাচক্রে অংশগ্রহণ করেন তিনি। পদ্মশ্রী নিবেদিতা ভিদে অমৃত পরিবারের ওপর আলোকপাত করতে গিয়ে জানান, বর্তমানে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি অবলম্বনে মানুষ নিজেদের মূল্যবোধ হারিয়ে ফেলছে। ফলে প্রতিনিয়ত সামাজিক অবক্ষয় হচ্ছে।
তিনি বলেন, কেবলমাত্র অমৃত পরিবারই সামাজিক অবক্ষয় রোধ করতে পারবে এবং তার জন্য অমৃত পরিবার তৈরির বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শিলচর শাখার সঞ্চালক রসরাজ দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।