Barak UpdatesBreaking News
কংগ্রেস প্রার্থীর গালে চড়! বিতর্কে আমিনুল
Congress candidate slapped, MLA Aminul in controversy

২০ নভেম্বর : বিতর্কে জড়ালেন বিধায়ক আমিনুল হক লস্কর। নরসিংপুর জিপি সভাপতি পদে মনোনয়ন পেশ করা কংগ্রেস প্রার্থী শিশির সিনহা তাঁকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ আনলেন বিধায়কের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র পরীক্ষা কেন্দ্রে বিধায়ক তাঁর গালে চড় কষিয়েছেন। এজন্য তিনি শিলচর রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলাও দায়ের করেছেন। তবে বিধায়কের পক্ষে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার শিলচর ডিআইসি কার্যালয়ের মনোনয়নপত্র পরীক্ষাকেন্দ্রে ছিলেন মধ্য সোনাই জেলা পরিষদের নরসিংপুর জিপি সভাপতি পদের কংগ্রেস প্রার্থী শিশির সিনহা। মনোনয়নপত্র পরীক্ষা কেন্দ্রে বারকয়েক বিধায়ককে দেখে তিনি প্রশ্ন তোলেন, আজ কেন এখানে হাজির হয়েছেন আমিনুল। কংগ্রেস প্রার্থীর অভিযোগ অনুযায়ী, তখনই বিধায়ক ঘনিষ্ঠ জাবির হোসেন তাঁর দিকে তেড়ে গিয়ে বলেন, বিধায়ক সম্পর্কে কিছু বলার অধিকার তোমাকে কে দিয়েছে? শিশির বলেন, এরপরই বন্ধ স্ক্রুটিনি রুমের দরজা ঠেলে তাকে নিয়ে গিয়ে জাবির বিধায়কের সামনে দাঁড় করান।
এদিকে, শিশিরের অভিযোগের কথা বিধায়ককে জানাতেই তিনি তাঁর গালে চড় কষিয়ে দেন বলে মামলায় উল্লেখ রয়েছে। শিশির বলেন, তখন অন্য কয়েকজনও তাঁকে মারার ব্যাপারে উসকে দেন। পরে পুলিশ ও সরকারি কর্মচারীরা এসে তাঁকে সেখান থেকে সরিয়ে নেন। শিশির আরও জানান, এই ঘটনার একটু পরে ফের বিধায়ক এসে তাঁকে হুমকি দিয়ে যান। শিশিরের বক্তব্য অনুযায়ী বিধায়ক তাঁকে বলেন, তাঁর নথিতে ভুল রয়েছে। তিনি ইচ্ছে করলেই মনোনয়ন আটকে দিতে পারেন।
এ ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন প্রার্থীকে বিধায়ক কীভাবে চড় মারতে পারেন, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে বিধায়ক পুরো ঘটনা উড়িয়ে দিয়ে বলেন, ভোটের ময়দানে জনগণের কাছ থেকে অতিরিক্ত ফায়দা নিতেই এমন গল্প সাজিয়েছে কংগ্রেস।