Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে সমাজে ছড়িয়ে পড়ছে করোনা, অত্যন্ত সতর্ক হতে বললেন জল্লি
Community spread of COVID-19 in Cachar! DC cautions people to be aware

২৪ মে: অর্চনা নন্দীর সংক্রমণ উদ্বিগ্ন করে তুলেছে কাছাড়ের জেলা প্রশাসনকেও৷ ৬৫ বছর বয়সী বৃদ্ধা নানা শারীরিক সমস্যায় ভুগছেন৷ অনেকদিন ধরে বাড়ি থেকেই বের হননি৷ তবে কীভাবে সংক্রমিত হলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জেলাশাসক কীর্তি জল্লি বলেন, কম্যুনিটি স্প্রেডিং অর্থাৎ সমাজে সংক্রমণ ছড়িয়ে পড়ছে৷ তাই তাঁর আহ্বান, জরুরির মধ্যেও জরুরি হলেই যেন মানুষ বাড়ি থেকে বের হন৷ বেরোলেও মাস্ক পরতেই হবে৷ বাইরে থেকে ফিরেই জামাকাপড় ধুয়ে দিতে হবে৷ বাজার থেকে কেনা জিনিস ধুয়ে ঘরে ঢোকাতে হবে৷ কোনওমতেই এগুলিকে অন্যান্য সরকারি নির্দেশিকার মত না ভেবে, ফাঁকি দেওয়ার চেষ্টা না করে নিজের জীবনের জন্য, পরিবারের প্রিয়জনদের সুস্থ রাখার জন্য অক্ষরে অক্ষরে মেনে চলতে আহ্বান জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি৷

তাঁর পরামর্শ, নিজের মোবাইলটাকেও নিয়মিত সাফসুতরো রাখতে হবে৷ শিশু-বৃদ্ধদের সুরক্ষায় বাড়তি সতর্কতা নিতে হবে৷ পাশাপাশি জেলাশাসক জল্লি বলেন, তাই বলে আতঙ্কিত হওয়ার বা আতঙ্ক ছড়ানোর যুক্তি নেই৷ আতঙ্কের চেয়ে সতর্কতাই বাঞ্ছনীয়৷

Related Articles

One Comment

  1. আপনাদের পরিবেশিত তথ্য অনুযায়ী আমি নিশ্চিত যে অর্চনা নন্দী দিদিমনির করোনা সংক্রমণ হয়নি। real time RTPCR টেস্ট কিট সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়।এছাড়াও comorbiditi র কারণেও শরীরে এমন কিছু পরিবর্তন হয় যার ফলে টেস্ট রিপোর্ট পজিটিভ হতে পারে। সুতরাং কমিউনিটি স্প্রেডিং এর সম্ভাবনা অমূলক।🙏
    ডক্টর বিশ্বনাথ মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker