Barak UpdatesHappeningsBreaking News

Committee formed to end deadlock in Assam University
জট খুলতে বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

১৮ জানুয়ারি: অবশেষে অচলাবস্থার অবসানে উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সাতদিন পর শনিবার তালা খোলার ব্যাপারে আলাপ-আলোচনা-বৈঠক শুরু হয়েছে৷ ছাত্র-গবেষকদের দাবি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বায়ো টেকনোলজি বিভাগের অধ্যাপক সুপ্রিয় চক্রবর্তী৷ মেম্বার কনভেনার হয়েছেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন ড. পরাগ শীল৷ কমিটির সদস্যরা হলেন মণিপুরি বিভাগের অধ্যাপক রঘুমণি সিংহ, এডুকেশন বিভাগের অধ্যাপক গীতিকা বাগচী, কম্প্যুটার সায়েন্স বিভাগের ড. শাহিন আরা আলম, প্রোক্টর ড. এস হর্ষ, পরীক্ষা নিয়ামক ড. সুপ্রবীর দেবরায় ও ডেপুটি ডিএসডব্ল্যু ড. উমেশ কুমার৷ তাঁদের কাজকর্ম সেরে দ্রুত রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, কমিটি দ্রুত ছাত্র সংসদ ও গবেষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে৷ তাদের দাবিদাওয়া শুনে অচলাবস্থার অবসানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ ও রিপোর্ট দেবে৷

সেইসঙ্গে তৈরি হয়েছে এক তদন্ত কমিটিও৷  অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পিনাকপানি নাথ পুরকায়স্থের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তারা তদন্ত করে দেখবেন৷ এরও চেয়ারম্যান অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য৷ তিন সদস্যের কমিটির অন্যরা হলেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক এমকে সিং ও ল বিভাগের অধ্যাপক মধুমিতা দে সরকার৷

VCs office locked

ছাত্ররাও কমিটি গঠনের পর তালা খোলার ব্যাপারে অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে৷ সম্ভবত সোমবার প্রশাসনিক ভবনের সব দরজা খুলে দেওয়া হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker