Barak Updates
আয়নাখালে দুর্ঘটনা, জখম ৭
Collision between Traveller & Auto-rickshaw at Aynakhal, 7 injured

১৩ অক্টোবরঃ হাইলাকান্দি জেলার আয়নাখাল তেমাথায় ট্র্যাভেলার আর অটোর মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে ৭জন জখম হয়েছেন। ঘটনা রবিবার দুপুরের। সঙ্গে সঙ্গে ১০৮ অ্যাম্বলেন্সকে খবর দেন ট্র্যাভেলারের এক যাত্রী। সবাইকে তুলে নিয়ে যাওয়া হয় হাইলাকান্দি সিভিল হাসপাতালে। কারও আঘাত তেমন মারাত্মক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে অটোটির বেশ ক্ষতি হয়েছে।