India & World UpdatesHappeningsBreaking News
সেনসেক্স-নিফটিতে পতন, শেয়ার বাজারে ধস
ওয়েটুবরাক, ২৬ অক্টোবর : চলতি সপ্তাহের গোড়া থেকেই শেয়ার সূচক ছিল নিম্নমুখী। শুক্রবার, ২৫ অক্টোবর সেই ধারা বজায় থাকল। ফলে ফের একবার সেনসেক্স ও নিফটিতে দেখা গিয়েছে পতন।
শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায়, ৮০ হাজারের নীচে নেমে গিয়েছে সেনসেক্স। চলতি মাসে প্রথমবার এমনটা ঘটতে দেখল বিএসই। এ দিন ৭৯,৪০২.২৯ পয়েন্টে বন্ধ হয়েছে এই বাজারের শেয়ার সূচক। যাতে ৬৬২.৮৭ পয়েন্টের পতন লক্ষ্য করা গিয়েছে। শতাংশের নিরিখে তা ০.৮৩।
দিনভর একই ছবি ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। বাজার বন্ধ হওয়ার পর যার শেয়ার সূচক নিফটি ২৪,১৮০.৮০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এতে পতনের পরিমাণ ২১৮ পয়েন্ট। অর্থাৎ সূচক কমেছে ০.৯০ শতাংশ। দিনের শুরুতে ২৪,৪১৮.০৫ পয়েন্টে দাঁড়িয়েছিল নিফটি। আর সর্বোচ্চ ২৪,৪৪০ পয়েন্টে উঠেছিল এর লেখচিত্র।
ব্রোকারেজ ফার্মগুলির দাবি, চলতি সপ্তাহে সেনসেক্স এবং নিফটি দুই থেকে তিন শতাংশ কমেছে। এ দিন ব্যাপক নেমেছে ব্যাঙ্ক নিফটিও। বাজার খোলার সময়েই ১৬২ পয়েন্ট কমে ৫১,৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছিল এই সূচক।
২০২০ সালের মার্চের পর মাসের নিরিখে এ দিনই সবচেয়ে খারাপ ফল করেছে শেয়ার বাজার। এ বছরের ২৭ সেপ্টেম্বর রেকর্ড উচ্চতায় উঠেছিল স্টকের লেখচিত্র। সেখান থেকে শুক্রবার সেনসেক্স ও নিফটি প্রায় ৮ শতাংশ নেমেছে।