Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

দেখুন বলয়গ্রাস সূর্যগ্রহণ
Watch solar eclipse at 10 AM on Sunday

হিমাদ্রি শেখর দাস*

২১ জুন তারিখটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এই বিশেষ তারিখেই পালিত হয় বিশ্ব যোগ দিবস, বিশ্ব সঙ্গীত দিবস, পিতৃদিবস এবং বছরের দীর্ঘতম দিবস। এ ছাড়াও সেদিন ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা-‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’ বা ‘Annular Solar Eclipse’!

সূর্যের চারপাশে পৃথিবী আর চাঁদের ‘রাউন্ড ডান্সের’ ফলেই যে এমন মহাজাগতিক ঘটনা ঘটে তা অল্পবিস্তর সবাই জানেন। আসলে সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ আর পৃথিবী এক সরলরেখায় চলে আসে। গ্রহণ হতে হলে সূর্যের কৌনিক ব্যাসের সঙ্গে চাঁদের কৌনিক ব্যাস মিলতেই হবে, আর হতে হবে অমাবস্যা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ পুরো সূর্যকেই ঢেকে ফেলে। আর বলয়গ্রাসের সময় চাঁদের কৌনিক ব্যাস সূর্য থেকে কিঞ্চিৎ ছোট হয়। তাই সূর্যকে একটি রিং এর মত দেখায়।

বরাক উপত্যকায় এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটায়, এবং তা শিখরে পৌঁছবে দুপুর সাড়ে বারোটায়। শেষ হবে দুপুর প্রায় আড়াইটায়। অর্থাৎ পাক্কা সাড়ে তিন ঘণ্টা দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। আংশিক এই বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের প্রায় আশি শতাংশ ঢেকে যাবে এই অঞ্চলে। এই গ্রহণে সূর্যকে ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের আংটি’-র মত দেখতে লাগবে।

পিনহোল ক্যামেরা অথবা টেলিস্কোপ প্রজেকশনের মাধ্যমে সূর্যগ্রহণ দেখাই সেরা উপায়। তবে ভুল করেও খালি চোখে এই মহাজাগতিক দৃশ্য কেউ যেন দেখতে না যান, অন্যথা অন্ধ হবার সম্ভাবনা প্রবল। ভালো ফিল্টার চোখে লাগিয়ে সূর্যগ্রহণ দেখাই নিরাপদ। তবে সবথেকে সহজ উপায় হচ্ছে মিরর অথবা দর্পণের সাহায্যে দেওয়ালে প্রতিবিম্ব প্রজেকশন করে এই পরিঘটনা পর্যবেক্ষণ করা।

বরাক উপত্যকায় মেঘলা আবহাওয়ার জন্য এই গ্রহণ কতটুকু দেখা যাবে এ নিয়ে একটি সংশয় থেকে যায়। তবে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স (আয়ুকা) একটি লাইভ শো এর আয়োজন করেছে যা ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হবে। নিচের এই লিংকে ক্লিক করলেই সেই শো দেখা যেতে পারে- https://www.youtube.com/user/IUCAASciPOP/live

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker