Barak UpdatesHappeningsBreaking News
দত্তরায়ের মুক্তির দাবিতে মঙ্গলবার নাগরিক সভা
ওয়েটুবরাক, ২৯ নভেম্বর : প্রদীপ দত্তরায়ের বিনাশর্তে মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার বিকাল ৪টায় এক নাগরিক সভার আহ্বান করা হয়েছে৷ শহিদের আত্মবলিদানকে রক্ষা করতেই তাঁদের এই উদ্যোগ, এই কথা জানিয়ে কোরাস এবং ফোরাম ফর সোশ্যাল হারমনির পক্ষ থেকে পেনশনার্স ভবনে আয়োজিত ওই নাগরিক সভায় সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে৷
সংগঠন দুটির পক্ষে বিশ্বজিৎ দাস ও অরিন্দম দেব বলেন, একাদশ শহিদের রক্তের বিনিময়ে বরাক উপত্যকার জন্য অর্জিত ভাষা আইন যখন বার বার লঙ্ঘিত হচ্ছে, তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করা উনিশের প্রজন্মের আশু কর্তব্য। তাঁদের কথায়, আসামের ভাষিক বৈচিত্র্যকে মর্যাদা দেওয়ার মধ্যেই নিহিত আসামবাসীর গণতান্ত্রিক ঐক্যকে সুনিশ্চিত করার গ্যারান্টি।
তাঁরা যে অখিল গগৈ, শৃঙ্খল চালিহা কিংবা প্রদীপ দত্তরায়ের সমর্থক নন, এ কথা স্পষ্ট জানিয়ে বিশ্বজিৎ-অরিন্দম জানান, ‘তাঁদের চমক সৃষ্টির অদূরদৃষ্টি পদ্ধতির সঙ্গে আমরা একমত নই। কিন্তু অখিল গগৈর বিরুদ্ধে দেশদ্রোহী আইন প্রয়োগের বিরুদ্ধে আমরা যেমনি সোচ্চার হয়েছি, ঠিক একই কারণে প্রদীপ দত্তরায়ের ক্ষেত্রেও আমরা বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার জন্য দায়বদ্ধ।”
একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রচ্ছন্ন সাম্প্রদায়িক বয়ানে বরাকের বাঙালিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেন, তখন বাঙালি হিসাবে বরাকের জল-বায়ু-মাটির সংস্পর্শে সিক্ত বাঙালি সংস্কৃতিমনস্ক মানুষ তা মেনে নিতে পারে না। এর বিরুদ্ধে দাঁড়ানো সময়ের দাবি।