India & World UpdatesHappeningsBreaking News
পরিকল্পনা মেনেই চলছে চন্দ্রযান
ওয়েটুবরাক, ২৪ আগস্ট: চাঁদে পৌঁছনোর পর চন্দ্রযান-৩-এর সব ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনও অস্বাভাবিকতা নেই। ল্যান্ডার মডিউল থেকে ইলসা, রম্ভা, চ্যাস্টে পেলোড কাজ শুরু করে দিয়েছে। রোভারের ‘মবিলিটি অপারেশন’ও শুরু হয়েছে। অর্থাৎ, ইসরোর পরিকল্পনা অনুযায়ীই চলছে চন্দ্র অভিযান। কোথাও কোনও বিচ্যুতি নেই।
ইসরোই টুইটারে জানিয়েছে এই কথা৷