NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
বাংলায় লিখে ভাষা শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীরCM pays tribute to language martyr’s in Bengali
১৯ মে : ঊনিশের সকালে বরাকের একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বাংলা ভাষায় এক টুইট বার্তায় তিনি শ্রদ্ধা জানিয়েছেন এই বীর শহিদদের। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাষা একটি জাতির আত্মপরিচয়। এই আত্মপরিচয় অক্ষুণ্ণ রাখতে ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া ১১ জন শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বহু ভাষা বহু সংস্কৃতির মিলনভূমি এই অসমে প্রত্যেকের স্বকীয়তা রক্ষার মাধ্যমে এক বহুত্ববাদী সমাজের লক্ষ্যে আমাদের এই পথচলা ঊনিশের চেতনায় আরও দৃপ্ত হবে।‘ বাংলায় লিখে এভাবে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোয় অনেকেই মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন।
ভাষা একটি জাতির আত্মপরিচয়। এই আত্মপরিচয় অক্ষুন্নভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া ১১ জন শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বহু ভাষা বহুসংস্কৃতির মিলনভূমি এই অসমে প্রত্যেকের স্বকীয়তা রক্ষার মাধ্যমে এক বহুত্ববাদী সমাজের লক্ষ্যে আমাদে র এই পথ চলা উনিশর চেতনায় আরো দৃপ্ত হোক।
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 19, 2022