Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ধরা পড়ল তিন বাংলাদেশি, পরে পুশ ব্যাক
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বরঃ অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে ধরা পড়লেন আরও তিন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে অসমের করিমগঞ্জ জেলায় তাদের দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন তাঁরা। পুলিশ পরে তাদের বিএসএফের মাধ্যমে স্বদেশে ফেরত পাঠায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘এক্স’ হ্যান্ডলে জানান, অসম পুলিশের কড়া নজরদারির দরুন অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। এ দিন যাদের ধরে পুশ ব্যাক করা হয়েছে, তাঁরা হলেন, সুমন হোসেন, সোহানা খাতুন ও ইভা আক্তার। এক শিশুসন্তানও ছিল সোহানার কোলে।
এর আগে গত চার সেপ্টেম্বরও একই ভাবে ত্রিপুরা হয়ে করিমগঞ্জে প্রবেশ করে ধরা পড়েন পাঁচ বাংলাদেশি নাগরিক। চার মহিলা সহ ওই পাঁচজনকে সেদিনই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। হিমন্ত বলেন, তাদের অনুপ্রবেশের সঙ্গে সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। এরা কাজের সন্ধানে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এই রুটে অনুপ্রবেশ করে।