Barak UpdatesHappeningsBreaking News

ডিএনএনকে-তে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল লায়ন্স স্কলার্স

ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্স-এর পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর শতবর্ষপ্রাচীন দীননাথ নবকিশোর উচ্চতর বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধার জন্য একটি উন্নত মানের আর-ও মেশিন প্রদান করা হয়। এটি বিগত লায়ন্স বর্ষের একটি সেবা মূলক প্রকল্প । সদ্যপ্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর বলরাম সিং রাঠোর এদিন এই মেশিনটি স্কুলের পরিচালন সমিতির সদস্য, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের উপস্থিতিতে  স্কুলের অধ্যক্ষ ড. অভিজিৎ সাহার হাতে তুলে দেন৷ তিনি লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্স-র সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন । রাঠোর ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল গ্রহণের সুফল ব্যাখা করেন । স্কুল সভাপতি শান্তনু নায়েক লায়ন্স ক্লাবের এই সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান । অধ্যক্ষ ড. অভিজিৎ সাহা স্কুলের বিভিন্ন কাজে লায়ন্স ক্লাবের কর্মকর্তা অরিন্দম ভট্টাচার্যের ধারাবাহিক সাহায্যের জন্য হার্দিক কৃতজ্ঞতা জানান ।
এই আর-ও মেশিনটি দান করেন করিমগঞ্জ নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষিকা, বর্তমানে গৌহাটি নিবাসী গায়ত্রী ভট্টাচার্য৷ তিনি এই স্কুলেরই একজন প্রাক্তনী ।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ সভাপতি ড. ইন্দ্রানী ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ স্বস্তিকা ধর দাস ও নীলিমা চক্রবর্তী, লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস-এর সভাপতি অঞ্জনা দে ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর শাখী ভট্টাচার্য, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল-এর সাবেক সভাপতি অরিন্দম ভট্টাচার্য, সাবেক সম্পাদক কানাই কংসবানিক, বর্তমান সভাপতি সুপ্রভা রাজকুমারী, সম্পাদক ড. দেবযানী ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বিজয়েতা হালদার, ডাইরেক্টর দীপ্তি ঘোষ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker