Barak UpdatesHappenings
ডলু চা বাগানে অনন্যার স্বাস্থ্য শিবিরClub Ananya conducts Health Camp at Dolu Tea Estate
১৮ অক্টোবর : কাছাড় জেলার ডলু চা বাগানে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ক্লাব অনন্যা। শশীকান্ত মেমোরিয়াল হাসপাতালে আয়োজিত এই শিবিরে বাগান অঞ্চল ও তার আশপাশ এলাকা থেকে প্রচুর রোগীরা আসেন। অনন্যার পক্ষ থেকে এই রোগীদের ওষুধপত্র তুলে দেওয়া হয়। শিবিরে এ দিন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ কিশোর কুমার আচার্য। ফার্মাসিস্ট হিসেবে ছিলেন মুন্না তেওয়ারি। স্বাস্থ্যকর্মী হিসেবে ছিলেন রানা কর্মকার ও এএনএম সবিতা কর্মকার।
শিবিরে অনন্যার পক্ষ থেকে অংশ নেন শম্পা ধর, শম্পা বণিক, মধুপর্ণা বসাক, অঞ্জনা সাহাপাল, সোমা দাস, সোনালি বণিক, শেফালি খান্ডেলওয়াল, কবিতা খান্ডেলওয়াল ও মৌটুসী দেব। প্রসঙ্গত, ক্লাব অনন্যা মহিলাদের একটি জনপ্রিয় সংস্থা।
শিলচরে এই সংস্থাটি বহু দিন থেকেই কাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষ ও গরিবদের সেবায় বিভিন্ন সময়ে ক্লাব একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে স্বাস্থ্য শিবির যেমন রয়েছে, তেমনি দুর্যোগের সময় সহায়তা প্রদানেও সংগঠনের সদস্যারা এগিয়ে এসেছেন। এর পাশাপাশি বাঙালিদের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও ক্লাব কাজ করে যাচ্ছে। এর মধ্যে পৌষমেলার মতো অনুষ্ঠান করে ক্লাব বিশেষ স্বাক্ষর রাখতে পেরেছে।