Barak UpdatesHappeningsBreaking News
করোনা যোদ্ধা ও আশাকর্মীদের সংবর্ধনা জানিয়ে জয়পুর-কামরাঙ্গা জিপিতে স্বাধীনতা দিবস
১৫ আগস্ট : আজ সারা দেশের সঙ্গে পূর্ণ উৎসাহ-উদ্দীপনায় করোনা বিধি মেনে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর কামরাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা সিংহ। ছিলেন পঞ্চায়েত সচিব অমিতাভ চক্রবর্তীও। পরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ রতীশ দেব।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই এলাকার করোনা পরিস্থিতি মোকাবিলায় ও এলাকাকে সুরক্ষিত রাখতে এই পঞ্চায়েতের পক্ষ থেকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, তা সত্যিই প্রশংসনীয়। বিশিষ্ট নাগরিক রানা চাষা বলেন, প্রথমবারের মতো আজ এই পঞ্চায়েতের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। এলাকার বিশিষ্ট যুব সমাজ সেবক শুভ্রজিত আচার্য বলেন, রাষ্ট্রীয় চিন্তাধারায় প্রতিজন ব্যক্তি ও প্রতিটি গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই ভারতকে পরম বৈভবশালী করে বিশ্ব আসনে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ দিনের অনুষ্ঠান পরিচালনা করেন পঞ্চায়েত সচিব অমিতাভ চক্রবর্তী।
এ দিন অনুষ্ঠানে এলাকার স্থানীয় ৫ জন বিশিষ্ট নাগরিক, ৮ জন আশাকর্মী ও ৭০ বছরের অধিক ২ জন করোনার সঙ্গে লড়াই করে জয়ী হওয়া ব্যক্তিকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পঞ্চায়েত সভানেত্রী এই এলাকার সাধারণ মানুষ যেভাবে এই পরিস্থিতিতে সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।