Barak UpdatesHappeningsBreaking News
বিমান মন্ত্রকের জবাব, শিলচরে এয়ারপোর্টের প্রস্তাবই নেই, বিক্ষোভ-জমায়েতের ডাকCivil Aviation Ministry has not received any proposal for construction of Greenfield Airport at Silchar: RTI response
ওয়েটুবরাক, ২ জুন : যে বিমানবন্দর তৈরির কথা বলে ডলু বাগানের ৩০ লক্ষ চা গাছ উপড়ে ফেলল কাছাড় জেলা প্রশাসন, সেই বিমানবন্দর তৈরির গল্পে ভারত সরকারের অসামরিক বিমান চলাচল মন্ত্রক একেবারেই অন্ধকারে৷ এক আরটিআই-র জবাবে মন্ত্রকের চিফ পাবলিক ইনফরমেশন অফিসার তথা আন্ডার সেক্রেটারি অমিত কুমার ঝা জানিয়েছেন, রাজ্য সরকার বা কোনও সংস্থা বিমানবন্দর নির্মাণ করতে চাইলে মন্ত্রকের কাছে নির্ধারিত বয়ানে প্রস্তাব পাঠাতে হয়৷ এটাই একেবারে প্রাথমিক পর্যায়ের কাজ৷ শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য এখনও কোনও প্রস্তাব জমা পড়েনি৷
ভারত সরকার মোট ২১টি গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য অনুমোদন জানিয়েছে৷ আরটিআই-র জবাবে ওই বিমানবন্দরগুলির তালিকা উল্লেখ করে কোনটির কাজের কী অগ্রগতি তা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে৷ সেখানে শিলচরের নামই নেই৷ পৃথক জবাবে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত সরকারের নতুন গ্রিনফিল্ড পলিসি অনুসারে বিমানবন্দর নির্মাণের আগে এনভায়রনমেন্টাল অডিট বাধ্যতামূলক৷
এই সব আরটিআই-র জবাব প্রকাশ করে বৃহস্পতিবার ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি সাংবাদিকদের জানান, শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কোনও প্রস্তাবই যেখানে নেই, সেখানে বিমানবন্দর তৈরির নামে ৩০ লক্ষ চা গাছ উপড়ে ফেলা হল৷ হয়নি কোনও এনভায়রনমেন্টাল অডিটও৷ এর পেছনে বিরাট ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেন কমিটির কর্মকর্তারা৷ তাদের অনুমান, এটি রিয়েল এস্টেট ব্যবসার লক্ষ্যে বড় কোনও সিন্ডিকেটের চক্রান্ত৷ কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এয়ারপোর্টের নামে এই মিথ্যাচার করা হয়েছে৷
এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরিন্দম দেব, হিল্লোল ভট্টাচার্য, প্রদীপ নাথ, নির্মলকুমার দাস, ডা. শান্তিকুমার সিংহ, হৃষীকেশ দে, ফারুক লস্কর, বিশ্বজিৎ দাস, মিহির নন্দী, কল্পার্ণব গুপ্ত প্রমুখ৷
অরিন্দম দেব বিস্মিত, একটা জেলাপ্রশাসন কী ভাবে এত বেআইনি কাজ করতে পারে! আর তাদের অনিয়মের শিকার হলেন আড়াই হাজার শ্রমিক৷ প্রদীপ নাথ বলেন, প্রশাসন অগণতান্ত্রিক কাজ করছে, আর যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে, তাদের পুলিশ আটকে রাখছে৷ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন মৃণালকান্তি সোম ও ধরিত্রী শর্মার কথা৷
এই ভাবে ৩০ লক্ষ চা গাছ উপড়ে ফেলে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে তাঁরা শিলচর শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করবেন৷ পরে ১৫ জুন ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির পক্ষ থেকে শহরে গণমিছিল ও জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷