Barak UpdatesBreaking News
বিল বিরোধিতার নামে ভারতবিরোধী স্লোগানCitizenship Bill: Anti-India slogans raised at Silchar
৪ ফেব্রুয়ারিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করতে গিয়ে ভারতবিরোধী বক্তৃতা, স্লোগান শোনা গেল শিলচরেও। রবিবার দুপুরে এক বাইক-মিছিল বেরোয় চেংকুড়ি বোয়ালজুর থেকে। রামনগর, তারাপুর হয়ে মিছিল যায় রংপুর মধুরাসেতু এলাকায় গিয়ে। মণিপুরি ইয়ুথ ফ্রন্ট অব আসাম (মাইফা) নামের এক সংগঠন এর আয়োজক। নেতৃত্বে ছিলেন হেরাজিত সিংহ।
সারা পথ তারা ‘জয় আই অসম’ স্লোগান দেয়। শেষপ্রান্তে গিয়ে ভারতবিরোধী স্লোগান-বক্তৃতাতেও বাঁধেনি তাদের। নেতৃবৃন্দ হুমকি দেন, নাগরিকত্ব সংশোধনী বিলের নামে সরকার বাংলাদেশিদের তোষণ করলে আমরা ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবো। ভারত ছেড়ে আমরা চিনে অন্তর্ভুক্তির দাবি তুলব। এই ধরনের কথাবার্তার মধ্যেই স্লোগান ওঠে, ‘ওয়েলকাম চিন, গো ব্যাক ইন্ডিয়া’।
কিছুদিন আগে মিজোরামেও একই স্লোগান তুলেছিল সেখানকার কিছু ছাত্র-যুব সংগঠন। তারা এমনকি ভারতের প্রজাতন্ত্র দিবস বয়কটও করে। বরাকের মণিপুরিদের মধ্যে মিজোরামের হাওয়া লাগায় চিন্তিত অনেকে।
কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপত্তিকর বা রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
English text here