AnalyticsBreaking News

বিভিন্ন পক্ষের সন্তোষ, কাল থেকেই ভিড় জমবে সেবাকেন্দ্রগুলিতে
NRC: New verdict welcomed by many, crowd to be seen from tomorrow at NSKs

১ নভেম্বরঃ এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার ৫ নথি বাতিলের সুপারিশ খারিজ হওয়ায় বরাক জুড়ে খুশির হাওয়া। উপত্যকার ৯০ শতাংশ মানুষের নাম চূড়ান্ত খসড়ায় স্থান পেলেও হাজেলার সুপারিশ সবাইকে অস্বস্তিতে রেখেছিল। পুনঃআবেদনে হাজেলা যে সব নথি মানতে চাননি, সেগুলি হল সিটিজেনশিপ সার্টিফিকেট, রিফ্যুজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেশন কার্ড, ১৯৫১ সালের এনআরসি, ১৯৬৬ সালের ভোটার তালিকা। আর এই নথিগুলিই মূলত নাগরিকত্ব প্রমাণের জন্য উপত্যকার ঘরে ঘরে। ফলে নতুন করে আবেদনপত্র সংগ্রহ করলেও কেউ জমা দিতে পারছিলেন না। আর যাদের কাছে জমির দলিল বা অন্য নথিপত্র রয়েছে, তাঁরাও দিশাহারা মানুষদের প্রতি সঙ্গে থাকার নীরব ঘোষণা দিয়ে সেবাকেন্দ্রের দিকে এগোননি। ফলে শুক্রবার থেকেই সেবাকেন্দ্রগুলিতে আবেদনপত্র জমার জন্য লাইন পড়বে।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. সব্যসাচী রায় পড়েন, পুরো রায় এখনও পড়ে দেখা হয়নি। তবে সারংশ দেখে এই রায়কে স্বাগত জানাই। শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ডিপার্টমেন্টের সভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, আমরা এমন একটা রায়েরই অপেক্ষায় ছিলাম। সে জন্য কম আন্দোলন আর কম চাপ সৃষ্টি করা হয়নি।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker