Barak UpdatesBreaking News
শিলচরে বাজপেয়ী স্মরণে নাগরিক সভাCitizens Meet at Silchar to commemorate Vajpayee
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, সাধারণ পরিবারের সন্তান ছিলেন বাজপেয়ী। মেধাবী হিসেবে ছাত্রজীবনের প্রতিটি স্তরে সকলের নজর কাড়েন। আর দশজন রাজনীতিবিদের সঙ্গে এখানেই ফারাক অটলজির। তাঁর নীতি-নিষ্ঠার নানা কথা উল্লেখ করেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
কাছাড়ের জেলাশাসক এস লক্ষ্মণন এক মাসে তিন নেতার প্রয়াণের কথা উল্লেখ করেন। করুণানিধি, সোমনাথ চট্টোপাধ্যায় ও অটবিহারী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রভূত ভূমিকা গ্রহণ করেছিলেন, তাও আজ নাগরিকদের জানান জেলাশাসক। তিনি বলেন, শুধু শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক নয়, বরাক নদীকে জাতীয় জলপথের মানচিত্রে আনতেও তিনি নানা প্রয়াস গ্রহণ করেছিলেন। সাংবাদিক অতীন দাশও বাজপেয়ীকে মহান নেতা বলে অভিহিত করেন।
The entire auditorium of Banga Bhawan was house full even before the stipulated time. Speaking during the occasion, former union minister and veteran BJP leader Kabindra Purkayastha said that Vajpayee was born in an ordinary family. However, by dint of his quality, honesty, dedication and charisma, he rose to the position of Prime Minister of India. Minister Parimal Suklabaidya highlighted various aspects of the life of Vajpayee and told that he occupied a position much higher to the politicians of the day.
S.Laksmanan, Deputy Commissioner of Cachar said that Vajpayee deserves a special place for the people of this valley for his role in improving the communication network by proposing the Silchar-Saurastra ‘Mahasarak.’ Journalist Atin Das too mentioned that Atal Bihari Vajpayee’s stature as a leader is unparallel.