NE UpdatesHappeningsBreaking News

শিক্ষাসেতু পোর্টালে প্রোফাইল আপলোড না করলে বেতন মিলবে না, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

চাপের মুখে আন্দোলনকারী শিক্ষকরা

ওয়েটুবরাক, ১০ জুলাই : শিক্ষাসেতু পোর্টালে প্রোফাইল আপলোড করা নিয়ে আন্দোলনে নেমেছিল শিক্ষক সংস্থা৷ ফাঁকা পদে স্থায়ী প্রধানশিক্ষক নিযুক্তি না দিলে তাঁরা এই নতুন অ্যাপে কিছুই আপলোড করবেন না জানিয়ে দিয়েছিলেন৷ একাংশ শিক্ষক ভয়ে বিভাগীয় নির্দেশ লঙ্ঘনের সাহস দেখাতে পারেননি৷ তাঁরা সঙ্গে সঙ্গেই নির্দেশ মতো কাজ করেন৷ ওই সব স্কুলের জন্য রবিবার ৯৬ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানান, তিনি ৪০৯৭০টি এলপি এবং ইউপি স্কুলের তথ্য পেয়েছেন৷ তাদের সবাইকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে৷ তবে ১১৪৮০টি স্কুলের তথ্য না পাওয়ায় তাঁর সরকার সাহায্য করতে পারল না৷

তাঁর এই মন্তব্য আন্দোলনকারী শিক্ষকদের চাপে ফেলে দিয়েছে৷ একে এলাকায় দোষারোপের আশঙ্কা, দ্বিতীয়ত নিজেদের বেতন হয়ে যাওয়ার আশঙ্কা৷ পেগু সতর্ক করে দেন, শিক্ষাসেতুতে তথ্য আপলোড না করা শিক্ষকদের আগামী মাস থেকে বেতন মিলবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker