Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
Children below 10 & senior citizens above 65 to stay indoors: Govt order১০-র নীচে, ৬৫-র উপরে কেউ ঘর থেকে বেরোবেন না, সরকারি নির্দেশ
১৯ মার্চ: করোনা ভাইরাস মোকাবিলায় ভারত সরকার বেশ কিছু কড়া ব্যবস্থা নিতে চলেছে৷ এর প্রথম পর্যায়ে ১০ বছরের নীচে ও ৬৫ বছরের বেশি বয়সের কেউ যেন ঘর থেকে না বেরোন, সে ব্যাপারে নির্দেশিকা জারি হয়েছে৷ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলেই সরকারি তরফে তাদের বাড়ির বাইরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ ডাক্তারের পরামর্শ নিতে যেতে অবশ্য আপত্তি নেই৷ এ ছাড়াও, এই নির্দেশিকার বাইরে থাকবেন জনপ্রতিনিধি, সরকারি কর্মী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ৷
একই নির্দেশে রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, সমস্ত বেসরকারি সংস্থার কর্মীরা যাতে বাড়িতে থাকতে পারেন, তারা সেজন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে৷ এই জায়গাতেও জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের ব্যতিক্রমের তালিকায় রাখা হয়েছে৷
রাস্তাঘাটে ভিড় এড়াতে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি ও ডি কর্মীরা প্রতি পক্ষকালে এক সপ্তাহ অফিসে যাবেন, এক সপ্তাহ ঘরে থাকবেন৷ কোন অফিসে কারা কোন সপ্তাহে কাজ করবেন, তা অফিস কর্তৃপক্ষই চূড়ান্ত করবেন৷
এ ছাড়া, আগামী ২২ মার্চ থেকে এক সপ্তাহ বিদেশ থেকে কোনও বিমান ভারতের রানওয়ে স্পর্শ করতে পারবে না বলেও নির্দেশ জারি হয়েছে৷