NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
Child saves mother & aunt from drowning, to be conferred National Bravery Awardমা-পিসিকে ব্রহ্মপুত্র থেকে বাঁচিয়ে জাতীয় সাহসিকতা পুরস্কার পাচ্ছে আসামের খুদে কমলকৃষ্ণ
২৩ জানুয়ারি : এ বার প্রজাতন্ত্র দিবসে জাতীয় সাহসিকতার পুরস্কার পাচ্ছে আসামের কমলকৃষ্ণ দাস। গত বছর ব্রহ্মপুত্রের বুকে ফেরি দুর্ঘটনায় তিন মহিলাকে প্রাণে বাঁচিয়ে কিশোর কমলকৃষ্ণ এখন সংবাদ শিরোনামে। এর স্বীকৃতি হিসেবেই আসামের এই খুদে জাতীয় সাহসিকতা পুরস্কার পাচ্ছে। ১১ বছর বয়সী কমলকৃষ্ণ উত্তর গুয়াহাটির ধনঞ্জয় দাস ও জিতুমনি দাসের ছেলে।
২০১৮ সালে গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের বুকে সংঘটিত ভয়াবহ ফেরি দুর্ঘটনায় নিজের মা, পিসি ও অন্য এক মহিলাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে সাহসিকতার পরিচয় দিয়েছিল কমলকৃষ্ণ। এজন্য কেন্দ্রীয় শিশু কল্যাণ পরিষদ জাতীয় সাহসিকতার পুরস্কার তালিকায় কমলকৃষ্ণ দাসের নাম ঘোষণা করে। প্রসঙ্গত, ২০১৯ সালের জাতীয় সাহসিকতা পুরস্কারের জন্য দেশের ১২টি রাজ্যের মোট ২২ জন কিশোর-কিশোরীকে বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২টি ছেলে এবং দশটি মেয়ে। তাছাড়া একটি শিশুকে মরণোত্তর এই সাহসিকতা পুরস্কার প্রদান করা হবে।