Barak UpdatesHappeningsBreaking News
নিলামবাজারে বাল্যবিবাহ, বিএসএফের তৎপরতায় মামলা সিডব্লুসিতেChild marriage at Nilambazar, case filed at CWC due to initiative of BSF
ওয়েটুবরাক, ১৬ জুলাইঃ পাত্রের বয়স ২০, পাত্রী ১৬ বছরের। বিয়ে সম্পন্ন হয়েই গিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ১৩৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনা নিলামবাজার থানার কাবুল গ্রামে। এই গ্রামেই পা্ত্রী রাবেয়া বেগমের (নাম পরিবর্তিত) বাড়ি। পাত্র জীবন আহমেদের বাড়ি বদরপুর থানার বাগেরগোলে।
অভিযোগ, পাত্রীর বিধবা মা রানু বেগমের সম্মতিতে কাজি নিলামবাজারের মুজিবুর রহমান এই বিয়ে সম্পন্ন করান। বিএসএফের বিলবাড়ি সীমান্ত চৌকির জওয়ানরা রানু বেগম, জীবন আহমেদ ও রাবেয়া বেগম তিনজনকেই নিলামবাজার থানায় এনে দেয়। বাল্য বিবাহ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পরে ওই মামলা যায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লুসি)-তে।