Barak UpdatesHappeningsBreaking News
Child kidnapped in Hailakandi recovered, father arrestedহাইলাকান্দিতে অপহৃত বালক উদ্ধার, বাবা গ্রেফতার
২২ জানুয়ারি: উদ্ধার হল হাইলাকান্দির অপহৃত বালক আজিজ আহমেদ চৌধুরী। মঙ্গলবার রাত দুটো নাগাদ সে নিজেই হাইলাকান্দি থানাধীন বন্দুকমারা পুলিশ ফাঁড়িতে গিয়ে উপস্থিত হয়। অপহরণকারীরা তাকে ফাঁড়ির সামনে ছেড়ে দিয়ে গিয়েছে বলে পুলিশকে জানায়৷ কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় আদালত তাকে শিলচরের হোমে পাঠায়৷ পুলিশ তদন্তে নেমে তার বাবা আব্দুল কুদ্দুস চৌধুরীকে গ্রেফতার করে৷
হাইলাকান্দির পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ জানান, এই ঘটনা এখনও রহস্যাবৃত৷ আদৌ সে অপহৃত হয়েছিল কিনা, হলেও কী উদ্দেশ্যে কারা নিয়ে গিয়েছিল, ওই সব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে৷
অন্য এক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বন্দুকমারা পুলিশ আউটপোস্টে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছে সে নিজেকে অপহৃত আজিজ বলে পরিচয় দেয়। শীতে কাঁপতে দেখে কম্বল দিয়ে জড়িয়ে ধরেন ওই পুলিশ কর্তা। এর পর ধীরে ধীরে জানতে চান গত ৫ দিনের কথা৷ কিন্তু জবাবে তালগোল পাকিয়ে যায় অপহৃত বালকের৷ বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান দিতে গিয়ে ১০ বছরের বালক সব গুলিয়ে ফেলে৷ আদালতকে জানায়, অপহরণের পরদিন তার বাবা অজ্ঞাতস্থানে গিয়ে তাকে আপেল-আঙুর দিয়ে আসে৷ সঙ্গে প্রবোধ দেয়, দুদিন ওখানে থেকে এলে নতুন জামা কিনে দেবে, মেলায় নিয়ে যাবে৷
পুলিশ সুপার বলেন, এটি পুরো সাজানো নাটক৷ আব্দুল কুদ্দুসেরই গেমপ্ল্যান৷ তার দুই স্ত্রী৷ ছোট স্ত্রীর বাবার বাড়ি অবস্থাপন্ন৷ তাদের কাছ থেকে টাকা পাওয়ারই জন্যই বড় স্ত্রীর ছেলেকে সঙ্গে নিয়ে ছোট স্ত্রীর ছেলেকে অপহরণ করায়৷ এই ঘটনায় আগেই পুলিশ বড় স্ত্রীর ছেলেকে গ্রেফতার করে৷ ধরা হয় অপহৃতের পিসতুতো দাদাকেও৷ তিনজনকেই থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷