NE UpdatesHappeningsBreaking News
ফের ডিটেনশন ক্যাম্পে বন্দি প্রৌঢ়ের মৃত্যুAnother life lost: 64-year old man dies in Tezpur Detention Camp
১৩ অক্টোবর : ফের ডিটেনশন ক্যাম্পে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দুলাল চন্দ্র পাল গত দু’বছর ধরে তেজপুর ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন। রবিবার শেষমেশ বিদেশি তকমা নিয়েই তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর।
শোণিতপুরের বাসিন্দা দুলাল চন্দ্র পালের কাছে ভারতীয় নাগরিকের বৈধ প্রমাণপত্র ছিল। নাগরিকত্বের পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও তাঁকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছে সারা আসাম বাঙালি যুব ছাত্র পরিষদ। একটি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে তেজপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখানেই চিকিৎসারত অবস্থায় তিনি রবিবার মারা যান।