Barak Updates
আবারও বলে গেলেন মুখ্যমন্ত্রী, ভয়ের কিছু নেই, দায়িত্ব সরকারেরChief Minister reiterates to protect language, culture & self-esteem of all communities
২৮ সেপ্টেম্বরঃ দীর্ঘ বক্তৃতায় একবারের জন্যও এনআরসি শব্দটির উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তবে ভাষণের শেষপ্রান্তে বিরক্তির সঙ্গেই বললেন, আপনাদের রাজনৈতিক নিরাপত্তা রাজ্য সরকারের। সাধারণ মানুষের চিন্তার কিছু নেই। সকলের ভাষা, কৃষ্টি, নিরাপত্তা ও স্বাভিমান রক্ষার দায়িত্ব সরকারেরই।
এনআরসি নিয়ে উদ্বেগ লেগেই রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অসম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়ন নিয়ে উতকণ্ঠা। নতুন করে দাবি উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ৭ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি কার্যকর করার জন্য। মহালয়ার দিনেই এই দাবিতে শিলচর সকালে বড়সড় মিছিল বের হয়। তাও এ ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে গেরুয়া বাহিনীই। সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও তারা এখন আর সাত-পাঁচ ভাবছেন না। বিষয়গুলো যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে বেশ বিব্রত রেখেছে, তা তাঁর বক্তব্যে স্পষ্ট ধরা পড়ে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় সমন্বয়ের কথাই বেশি করে বলেন। রবীন্দ্রনাথ-শঙ্করদেব, ভূপেন হাজরকা-হেমাঙ্গ বিশ্বাসের কথা একযোগে উল্লেখ করে তিনি বলেন, সমন্বয়ের মধ্য দিয়েই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তাঁর দাবি, সমন্বয় মজবুত হলে অ্যাক্ট ইস্ট পলিসির সুফল নিতে পারবে অসম। এখানকার উতপাদিত শাকসবজি সিঙ্গাপুর, লন্ডন, হংকং, আবুধাবি সহ বিদেশের বিভিন্ন জায়গায় রফতানি হবে। তাতে কৃষকদের উন্নতি হবে, বেকারদেরও উন্নতি হবে।
এ দিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম বলেন, কাছাড়ের মানুষ সহজ সরল, অতিথিবতসল। তাদের মন ভালো। তিনি বাংলাতেই তাঁর বক্তৃতা করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাংসদ ডা. রাজদীপ রায় এবং বিধায়ক দিলীপকুমার পালও বক্তৃতা করেন। তাদের কারও মুখেও এ দিন এনআরসি নিয়ে কোনও কথা শোনা যায়নি।