Barak UpdatesHappeningsBreaking News

জেলা গ্রন্থাগারের কাজ দ্রুত শুরু করতে চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ
Chief Engineer directed to immediately start construction work of Dist Library

ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বরঃ সেই কবে ভাঙা হয়েছিল শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ। এখন আক্ষরিক অর্থেই ধু ধু প্রান্তর।  চারদিক টিনে ঢাকা। কেন কাজ হচ্ছে না, কবে কাজ শুরু হচ্ছে, কারও কাছে জবাব মিলছিল না। গ্রন্থাগারের পাট অবশ্য আগেই উঠে গিয়েছিল, বলা যায়। কিন্তু প্রেক্ষাগৃহের যে খুব প্রয়োজন, তা প্রতিদিন ধরা পড়ছে। বিশেষ করে সাহিত্য, সংস্কৃতির সংগঠকদের একটা ভালো হলঘরের দুর্ভোগেই দিন কাটে। ছোট প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করে মন ভরছে না। বেসরকারি বড় প্রেক্ষাগৃহের ভাড়া সংকুলান অনেকের কাছে প্রায় অসম্ভব।

এই অবস্থায় দ্রুত শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণকাজ শুরুু করতে চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিলেন পূর্ত (দালান ও জাতীয় সড়ক) বিভাগের কমিশনার ও স্পেশাল সেক্রেটারি। টেকনিক্যাল কোনও সমস্যা থাকলে সে সব মিটিয়ে নিতে তাঁকে বলে দিয়েছেন। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছেন নিয়মিত কাজের তদারকি করতে এবং সময়ে সময়ে কাজের অগ্রগতি বিভাগকে জানাতে।

শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চই কিছুদিন আগে স্মারকলিপি পাঠিয়েছিল পূর্ত (দালান ও জাতীয় সড়ক) বিভাগের কমিশনার তথা স্পেশাল সেক্রেটারির কাছে। স্মারকলিপিতে সভাপতি শেখর দেবরায় তাঁকে জানান, জেলা গ্রন্থাগার পুনর্নির্মাণ প্রকল্পটি দুই বছর আগে মঞ্জুর হলেও এখনও এর কাজ শুরু হয়নি। পুরনো প্রেক্ষাগৃহটি গুঁড়িয়ে দেওয়ার পর নতুন নির্মাণকাজ শুরু  না হওয়ার ফলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে এই সময়ে প্রেক্ষাগৃহের অভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বলতে গেলে, বন্ধই হয়ে রয়েছে। তাঁর আক্ষেপ, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দ্রুত সমস্ত নির্মাণকাজ সম্পন্ন করছে। কিন্তু শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের কাজই শুরু হচ্ছে না ।

শেখর দেবরায়ের চিঠি পেয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কমিশনার ও স্পেশাল সেক্রেটারি গ্রন্থাগার প্রেক্ষাগৃহ নির্মাণ নিয়ে খোঁজখবর নেন। পরে তাঁর নির্দেশে বিভাগীয় আন্ডার সেক্রেটারি চিঠি লিখেছেন পূর্ত (দালান) বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে। দ্রুত শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণকাজ শুরুু করতে বলেন। একে জরুরি বিষয় হিসেবে ধরতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker