India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনের মধ্যে যমজ শিশুর জন্ম, নাম কোভিড ও করোনাChhattisgarh couple name their newborn twins Corona and Covid
৩ এপ্রিল : করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বকে হুমকির মধ্যে এনে দাঁড় করালেও ছত্তিশগড়ের এক দম্পতি তাঁদের সদ্যজাত যমজ সন্তানের নাম এই ভাইরাসের নামে রাখতে পিছিয়ে যাননি। এই দম্পতি তাঁদের যমজ সন্তানের নাম রাখলেন ‘করোনা’ ও ‘কোভিড’। এই দুটি শব্দ অন্যের মনে ভয় ও বিপর্যয়ের উদ্রেক করতে পারে, কিন্তু রায়পুরের এই দম্পতির কাছে তাঁদের এক ছেলে ও এক মেয়ের জন্ম নেওয়া দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে লকডাউনের সময় দুর্ভাগ্যকে জয় করারই নামান্তর।
এই নাম রাখার প্রসঙ্গে তাঁরা বলেছেন, ছেলেমেয়ের এই নাম তাঁদের সারা জীবন মনে করিয়ে দেবে যে, লকডাউনের সময় কঠিন পরিস্থিতির মধ্যে একটি সরকারি হাসপাতালে ২৬-২৭ মার্চ মধ্যরাতে সফলভাবে তাদের জন্ম হয়েছিল। তারপরেও এই দম্পতি বলেছেন, ভবিষ্যতে তাঁরা এই নাম দুটি পরিবর্তনও করতে পারেন। পরদিন অর্থাৎ ২৭ মার্চ সদ্যজাতের মা প্রীতি ভার্মা বলেন, আমাদের যমজ ছেলে ও মেয়ে হয়েছে, আমরা ছেলের নাম রেখেছি কোভিড এবং মেয়ের নাম রেখেছি করোনা। নানা সমস্যা কাটিয়ে শেষমেশ তাদের জন্ম হয়েছে, তাই আমি ও আমার স্বামী এই দিনটাকে স্মরণীয় রাখতে চাই।
তাঁদের এই অস্বাভাবিক সিদ্ধান্তের বিষয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, ‘যদিও ভাইরাসটি বিপজ্জনক এবং প্রাণঘাতী, কিন্তু এর প্রকোপজনিত কারণে মানুষ স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য ভাল অভ্যাসগুলিতে মনোনিবেশ করে। এই নাম রাখার আগে আমরা এভাবেই তা ভেবে নিয়েছিলাম। যখন হাসপাতালের কর্মীরা বাচ্চাদের করোনা এবং কোভিড হিসেবে ডাকতে শুরু করেন, আমরা অবশেষে তাদের এই নামকরণের সিদ্ধান্ত নিয়ে ফেলি,’।
মূলত উত্তর প্রদেশের এই দম্পতি রাজ্যের রাজধানী লখনউ-এর পুরানি বস্তি এলাকার একটি ভাড়া ঘরে থাকেন। এই দুই শিশুর জন্ম হয় ড. বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে। এই হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার শুভ্র সিং বলেন, এই দুটি শিশু বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং তাঁরা ঠিকঠাক রয়েছে।