Barak UpdatesHappeningsBreaking News

দিনের বেলায় লকডাউন তুলে দিতে আর্জি জানাল চেম্বার অব কমার্স
Chamber of Commerce appeals to lift day hours Covid curfew

ওয়েটুবরাক, ২৩ জুনঃ বরাক উপত্যকাকে বিকাল পাঁচটা পর্যন্ত কার্ফুমুক্ত রাখতে আর্জি জানিয়েছে আসাম চেম্বার অব কমার্সের দক্ষিণ আসাম চাপ্টার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা। সঙ্গে চেয়েছেন ব্যবসায়ীদের জন্য একটা কোভিড প্যাকেজ।

সংগঠনের দক্ষিণ আসাম চাপ্টার সভাপতি বিবেক পোদ্দার বলেন, প্রায়ই প্রতিদিনই শিলচর শহর ট্রাফিক জ্যামে ডুবে থাকছে। এর অন্যতম কারণ, মানুষ কাজের সময় পাচ্ছেন খুব কম। কার্ফুর আগে ফিরে আসতে চান বলে সবাই বেরিয়ে পড়ছেন প্রায় একই সময়ে। বিকাল পাঁচটা পর্যন্ত কার্ফুমুক্ত থাকলে, ওই সময় পর্যন্ত দোকানপাট খোলা থাকবে জেনে ভিড় এমনিতেই কমে যাবে। তাঁর কথায়, বরং ব্যবসায়ী-কর্মচারীদের করোনা প্রতিষেধক গ্রহণ বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে। একই সঙ্গে তাঁদের অনুরোধ, আন্তঃজেলা যোগাযোগে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা প্রত্যাহার করে নেওয়া হোক।

দুই পর্বের কোভিডে ব্যবসায়ীরা যে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর উল্লেখ করে চেম্বার অব কমার্স তাদের জন্য একটি কোভিড প্যাকেজ ঘোষণার দাবি রাখে।

সভাপতি বিবেকবাবু হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে পূর্ণ লকডাউন ছাড়া কোভিডের দ্বিতীয় ঢেউ প্রায় নিয়ন্ত্রণে চলে আসার পূর্ণ কৃতিত্ব দেন নতুন মুখ্যমন্ত্রীকেই। সে জন্যই তাঁরা যে রাজ্য সরকারের কোভিড টিকাকরণ তহবিলে এক লক্ষ টাকা দান করেছেন এবং শিলচর সিভিল হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এরও উল্লেখ করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker