India & World UpdatesHappeningsBreaking News
বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল কেন্দ্রCentre releases alternate academic calender
April 24, 2020
২৩ এপ্রিল: লকডাউনে অন্যান্য বিষয়ের সঙ্গে পড়ুয়াদের লেখাপড়ার দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। অনলাইন পাঠদানের কথা আগেই বলা হয়েছে শিক্ষাবিভাগের পক্ষে। এবারে আরেক বড় পদক্ষেপ দেখা গেল। উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য বিকল্প একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল সরকার। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, দিল্লিতে আজ এই ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ করেন।
এই সময়ে করোনা সতর্কতা হিসেবে বন্ধ রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান। ফলে বাড়িতে থেকেই যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। কোনও ক্ষতি না হয় তাদের একাডেমিক দিকের, এই বিষয়গুলো গম্ভীরভাবে বিবেচনা করেই মূলত কেন্দ্রের এই সিদ্ধান্ত। অবশ্য এর আগে ১৬ এপ্রিল প্রাথমিক পড়ুয়াদের জন্যও বিকল্প স্তরের ক্যালেন্ডার প্রকাশ করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।এতে শ্রেণি ও বিষয়গুলো হিন্দি, ইংরেজি উর্দু ও সংস্কৃত ভাষার মাধ্যমে পাঠদান করা হবে। প্রতিটি বিষয়ের বিস্তারিত ই-পাঠশালা, এনআরওইআর ও দীক্ষা পোর্টালে পাওয়া যাবে।এর মাধ্যমে বাড়িতে বসেই লকডাউনের সময় ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করতে পারবে।
এ দিন, মন্ত্রী পোখরিয়াল বলেন, এই একাডেমিক ক্যালেন্ডার পাঠদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গাইড করবে। কীভাবে বিভিন্ন প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের সাহায্যেও পাঠদান করা যায়, এব্যাপারেও দিশা পাবেন তাঁরা। যাঁদের মোবাইলে ইন্টারনেট নেই, তাঁরা স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, গুগুলের সুবিধা নিতে পারবেন না। তবে, এই নতুন ক্যালেন্ডার মতে মোবাইল ফোনে এসএমএস অথবা ভয়েস কলের মাধ্যমে শিক্ষক – শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের পাঠদানে সাহায্য করতে পারবেন। পরামর্শ দিতে পারবেন তাঁদের অভিভাবকদের।মন্ত্রীর কথায়, খুব শীঘ্রই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যও এই ব্যবস্থা চালু হবে। লিঙ্কে ক্লিক করে যে কেউ বিস্তারিত জানতে পারেন এই একাডেমিক ক্যালেন্ডার প্রসঙ্গে http://164.100.117.97/ WriteReadData/userfiles/AAC- Upperprimary-eng.pdf