Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

পরিত্যক্ত প্লাস্টিক, চামচের দীর্ঘতম দুর্গাপ্রতিমা, করিমগঞ্জের পল্লবীর ইন্টারন্যাশনাল রেকর্ড

ওয়েটুবরাক, ১ সেপ্টেম্বর : পরিত্যক্ত প্লাস্টিক, চিপসের প্যাকেট, চামচ, অ্যালুমিনিয়াম সহ ফেলে দেওয়া নানা সামগ্রী দিয়ে ২০১৮ সালে দুর্গাপ্রতিমা গড়েছিলেন পল্লবী দেবরায় । সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ চর্চা হয়৷ বোদ্ধামহল তাঁর শিল্পকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করে। তখন তিনি বুঝতেই পারেননি, তাঁর এই প্রতিমাই তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে চলেছে৷ আজ বুধবার তাঁর হাতে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের শংসাপত্র, মেডেল ইত্যাদি তুলে দিলেন করিমগঞ্জের জেলাশাসক খগেশ্বর পেগু৷

পল্লবী জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিত্যক্ত সামগ্রী দিয়ে দুর্গাপ্রতিমা গড়ার কথা জানতে পারে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ড৷ তাঁরাই তাঁর সঙ্গে যোগাযোগ করে আবেদন করার আহ্বান জানায়৷  এর পরই চলে সত্যতা যাচাইর নানা প্রক্রিয়া৷ তখন সাক্ষী হিসেবে তাঁর পাশে দাঁড়ায় প্রেস ক্লাব করিমগঞ্জ৷ তাঁরা একটি লিখিত বিবরণ দেন । পরবর্তীতে ইন্টারন্যাশনাল বুক রেকর্ড থেকে ঘোষণা করা হয়, এই ধরনের পরিত্যক্ত সামগ্রী দিয়ে এত দীর্ঘ প্রতিমা আগে আর করেনি৷

কিন্তু করোনা মহামারির দরুন পল্লবীর শংসাপত্র ও মেডেল ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়৷ আজ জেলাশাসক খগেশ্বর পেগু তাঁর কার্যালয়ে পল্লবী দেবরায়ের হাতে ওইসব তুলে দেন৷ উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়ও৷ উলিখযোগ্য কাজে নিজের ও জেলার সুনাম অর্জন করতে সক্ষম হবে বলে আসা প্রকাশ করেন। শিল্পী পল্লবী বলেন, “আমি ভাবতেই পারিনি এত সম্মান পাবো৷”

প্রসঙ্গত, কৃতী শিল্পী পল্লবী দেবরায় টিম ওয়েটুবরাকের সদস্য৷ গত বছর ওয়েটুবরাক-এর পুজো পরিক্রমায় তিনি করিমগঞ্জে পুজো আয়োজক-দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন৷ তা সরাসরি সম্প্রচারিত হয়েছিল৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker