India & World UpdatesHappeningsBreaking News
কানপুরে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস, হতাহত নেই
ওয়েটুবরাক, ১৭ আগস্ট: ১৩০০ যাত্রী নিয়ে বারাণসী থেকে আমেদাবাদ যাচ্ছিল সবরমতী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় এর ২২টি কামরা।
শুক্রবার রাত আড়াইটায় বোল্ডারের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত হয় এই দুর্ঘটনা৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যরা। সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামানো হয়েছে। হতাহতের কোনও খবর নেই।
নর্থ-সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কানপুর থেকে মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডগামী ট্রেন বাতিল করা হয়েছে।
এডিএম (সিটি) কানপুর রাকেশ ভার্মা বলেন, “প্রাথমিকভাবে ২২টি বগি লাইনচ্যুত হলেও কেউ আহত হননি। সব যাত্রীকে বাসে করে গন্তব্যে পাঠানো হয়েছে৷ অ্যাম্বুলেন্সও রাখা হয়েছিল ৷ তবে তেমন কোনও চোট লাগেনি৷