Barak UpdatesHappeningsBreaking News

থাউজেন্ড সায়ন্তনের উদ্যোগে শুক্রবার রেডক্রশে স্বাস্থ্যশিবির, আসছেন গ্যাস্ট্রো ও নিউরো বিশেষজ্ঞ

৭ অক্টোবর: আগামী ৮ ও ৯ অক্টোবর থাউজেন্ড সায়ন্তনের দু-দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান। ৮ তারিখে জেলা প্রশাসন, মধ্যশহর সাংস্কৃতিক সংস্থা ও বরাকভ্যালি থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশনের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের জন্য এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সে দিন বিকেলে হবে ত্রাণ শিবির।

৯ তারিখে মেগা চিকিৎসা শিবিরের উদ্যোগ নিয়েছে থাউজেন্ড সায়ন্তন। সহায়তায় শিলচর রেডক্রশ হাসপাতাল৷ ওই হাসপাতালেই বিকেল ৪টা থেকে হবে এই শিবির। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি ও লিভার ট্রান্সপ্লান্টেসন বিশেষজ্ঞ ডা. আনন্দ রামমূর্তি এবং বিশিষ্ট নিওরো-সার্জন ডা. জয় ভার্গিজ সে দিন রোগী দেখবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন৷ এই সেবামূলক স্বাস্থ্যশিবিরের বিষয়ে বিশদ জানতে থাউজেন্ড সায়ন্তনের উপ-সভাপতি/আহবায়ক রোহিত চৌধুরীর সঙ্গে ৭০০২১২২৫৪৮ বা ৯৭০৬১৫৪৩৯৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷।

এ ছাড়া, ৯ তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে৷ মধ্যশহরে আয়োজিত ওই সভায় ডা. রাকেশ গোপাল, পদ্মশ্রী ডা. রবি কান্নান, ডা. আনন্দ রামমূর্তি, ডা. জয় ভার্গিজ ও   জেলাশাসক কীর্তি জল্লি অংশ নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker