NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ডিমা হাসাওয়ে ফের জঙ্গিহানা, ৬ গাড়িতে আগুন, ৫ চালক নিহত
Terror attack in Dima Hasao, 6 vehicles burnt, 5 drivers killed

ওয়েটুবরাক, ২৭ আগস্ট : ডিএনএলএ-কে গুরুত্বই দিচ্ছিল না ডিমা হাসাও পুলিশ৷ বহুবার দাবি করা হয়েছিল, তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে৷ নীরব থেকে এ বার শক্তির প্রদর্শন করল ডিমাসা জঙ্গি সংগঠনটি৷

Rananuj

বৃহস্পতিবার রাতে ডিমা হাসাও জেলার দিয়ুংমুখ থানার অন্তর্গত রেঞ্জারবিল এলাকায় ডালমিয়া সিমেন্ট কোম্পানির লরি লক্ষ্য করে প্রথমে লাগাতার গুলিবর্ষণ করে৷ পরে ছয় লরির সবকটিতে আগুন ধরিয়ে দেয়৷ চালক-সহকারী চালকদের বেশ কয়েকজন জঙ্গলে পালিয়েছেন৷ ৫ জন গাড়িতেই পুড়ে মারা গিয়েছেন৷ সম্ভবত, তাঁরা গুলিতে প্রাণ হারিয়েছিলেন কিংবা মারাত্মক জখম হয়ে গাড়ি থেকে নামতে পারছিলেন না৷ পালিয়ে গিয়েছেন যারা, তাদের কয়জনের দেহে গুলি লেগেছে, জানা যায়নি এখনও৷ অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে৷

পাঁচজন মৃত চালকের মধ্যে গৌর মজুমদার নামে একজনকে শনাক্ত করা হয়েছে৷ বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি৷

ডালমিয়া সিমেন্টসের গাড়িগুলি উমরাংশুর কোম্পানি থেকে ক্লিংকার নিয়ে লঙ্কায় যাচ্ছিল৷ আচমকা এই সিমেন্ট কোম্পানির ওপর ডিএনএলএ চটল কেন, নিরীহ লরিচালকদেরই-বা কেন হত্যা করা হল, বিস্মিত সবাই৷ ডিমা হাসাওর পুলিশ সুপার জয়ন্ত সিং ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker