India & World UpdatesHappeningsBreaking News
CBSE to allow students in exam halls wearing masks
পরীক্ষাকেন্দ্রে মাস্ক লাগিয়ে যেতে পারবে পড়ুয়ারা, সিদ্ধান্ত সিবিএসই-র

৬ মার্চ : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার জন্য সরকারের গ্রহণ করা বিভিন্ন কঠোর পদক্ষেপের পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বোর্ড এক্ষেত্রে জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে পারবে।
সিবিএসই-র সচিব অনুরাগ ত্রিপাঠি জানান, পরীক্ষার্থীরা মুখে মাস্ক লাগিয়ে এবং স্যানিটাইজার নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। প্রসঙ্গত, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এই পরীক্ষা আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে। এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করার পর এই ভাইরাসের সংক্রমণ ভারতে হওয়া নিয়ে জনগণের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।