India & World UpdatesHappeningsBreaking News
সিবিএসই দশম-দ্বাদশ শ্রেণি পরীক্ষার খাতা দেখা শুরুCBSE: Teachers resume paper evaluation of Class X & XII
৯ মে: ফের শুরু হচ্ছে সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির উত্তরপত্র পরীক্ষা। ১০ মে থেকেই নির্বাচিত পরীক্ষকরা উত্তরপত্র পরীক্ষা শুরু করবেন। বর্তমান করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার উত্তরপত্র বাড়িতে নিয়ে গিয়ে দেখতে পারবেন তাঁরা। মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল শনিবার এই ব্যাপারে নিশ্চিত করেন। তাঁর টুইটারেও আজ সন্ধে ঘোষণা দেন তিনি।
পোখরিয়াল জানান, প্রায় দেড় কোটি সিবিএসসি বোর্ড পরীক্ষার উত্তরপত্র দেশের ৩ হাজার পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষকরা সেখান থেকেই সংগ্রহ করবেন নিজ নিজ বিভাগের উত্তরপত্র। পেপার চেকিং শেষ হলে সিবিএসসির দায়িত্বপ্রাপ্ত অফিসশিয়ালরা এসে উত্তরপত্র সংগ্রহ করবেন।
এবছরের ভেতরে বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হলে ৫০ দিনের ভেতরে যেকোনো ভাবেই শেষ হতে হবে এই এভালুয়েশন প্রক্রিয়া। একথাও স্পষ্ট করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। লকডাউন সত্বেও পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে সিবিএসসি উত্তরপত্র পরীক্ষায় অনুমোদন দেওয়ায় এদিন স্বরাষ্ট্রমন্ত্রক সহ মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান পোখরিয়াল।
এদিকে, সিবিএসসি সূত্রে জানা গেছে করোনা মহামারির দরুন প্রায়৭০ শতাংশ উত্তরপত্র চেকিং বাকি রয়েছে। লকডাউন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত মাত্র পনেরো দিনই এভালুয়েশন প্রক্রিয়া সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবারই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘোষণা করেছে সিবিএসসি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগামী ১ থেকে ১৫ জুলাইর ভেতরে নেওয়া হবে। শুধুমাত্র উত্তর দিল্লি এর আওতায় পড়বে না। এবারে উত্তরপত্র পরীক্ষার ব্যাপারেও জানিয়ে দিল সরকার। কোরনা আতঙ্কের এই ঘোর অনিশ্চয়তার মধ্যে পর পর এই দুটি ঘোষণায় শিক্ষার্থী মহল ছাড়াও অভিভাবকের মধ্যেও যে একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।